চাঁদপুর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালও জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
মাদকদ্রব্য উদ্ধার, একাধিক মাদক মামলা দায়ের ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলায় অবদানের জন্য তাঁকে জেলায় শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
তিনি গেলো ফেব্রুয়ারি মাসে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, ১০টি মাদকের মামলা, ১৯জন আটক করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হনয়।
এছাড়া তাঁর প্রচেষ্টায় মতলবের আলোচিত ১০জন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসর্মপণ করে এবং এ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবন-যাপন করার অঙ্গিকার করে।
এসব সফলতার জন্য বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর পুলিশ লাইন দরবার হলে মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএমএস ইকবালকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির।
এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে, ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করায় মতলব দক্ষিণ থানার এএসআই সাইদুর রহমান জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন এবং পুলিশ সুপারের কাছ থেকে গ্রহণ করেন।
প্রতিবেদক- মাহ্ফুজ মল্লিক
১৮ এপ্রিল ২০১৯