মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গাউছুল আজম পাটোয়ারীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার (৪ জানুয়ারি)৷

বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাভেদ হোসেনের সভাপতিত্বে এবং দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম খান ও মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.এমরান হোসেনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো.সাইফুর রহমান।

এছাড়া বিদায়ী শিক্ষা অফিসারের স্মৃতিচারণ করেন আচলছিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য গোপাল, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান,আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ খান,নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান,কালিয়াইস ফাজিল মাদ্রাসার সফিকুর রহমান,নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার,মতলব ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মকবুল হোসেন,নওগাঁও রাশেদীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো.শাহজালাল, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.আসাদুজ্জামান, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ইকবাল হোসেন খান, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.আসাদুজ্জামান ও গীতা পাঠ করেন বোয়ালিয়া বালিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মতলব দক্ষিণ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিদায়ী কর্মকর্তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৪ জানুয়ারি ২০২৬