চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালিয়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,নাশতার মামলায় সফিকুল ইসলাম সাগরকে আটক করা হয়েছে।
বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে। নাশকতার মামলায় ইতিপূর্বে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি রিপন বালা এ প্রতিনিধিকে জানান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur