মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতির স্ত্রীর মৃত্যু,বিভিন্ন মহলের শোক

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন প্রধানের স্ত্রী নাসরিন জাহান (৪৯) ১৭ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি মতলব দক্ষিণ উপজেলা্ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী পদে চাকুরী করতেন। মৃত্যুকালে স্বামী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। পরে সোমবার বাদ যোহর উপাদী গ্রামের নিজ বাড়ীতে মরহুমার নামাজে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার নামাজে জানাযার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন

চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান এসি মিজান, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য এম ইসফসকক আহসান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর এবং মরহুমের স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।

এ সময় সামাজিক রাজনৈতিক সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৭ অক্টোবর ২০২৩

Share