মতলব দক্ষিণ উপজেলার নতুন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা গোলাম রায়হান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃমোঃ গোলাম রায়হান সোমবার (৬ জানুয়ারি) যোগদান করেছেন।এর পূর্বে তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।সোমবার সকাল সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লা সৌরভের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নব নিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান। ওনার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার সিদলা গ্রামে।

তিনি বিগত ২০১০ সালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে প্রথম চাকরী জীবন শুরু করেন এবং ৫ বছর দায়িত্ব পালন শেষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর জাতীয় প্রতিশোধক সামাজিক প্রতিষ্ঠান ( নিপসন) মাস্টার কোর্স সম্পন্ন করে লক্ষীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৯ সালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে ৫ বছর দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।পারিবারিক জীবনে তিনি ২ পুত্র সন্তানের জনক। তার স্ত্রীও একজন বেসরকারি চিকিৎসক।

চিকিৎসা সেবায় এবং দায়িত্ব পালনে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন সদ্য যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ গোলাম রায়হান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ জানুয়ারি ২০২৪

Share