চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঁঞা বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ সেপেটম্বর মঙ্গলবার এ উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশন।
তফসিল ঘোষনা অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহন ২০ অক্টোবর।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্বে থাকবেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত আঞলিক নির্বাচন কর্মকর্তা-২ কুমিল্লা।
উল্লেখ্য,চলতি বছরের ১২ মার্চ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম গিয়াস উদ্দিন হঠাৎ মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। তিনি দায়িত্ব গ্রহন করেছিলেন ২০১৯ সালের ২৫ এপ্রিল।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৫ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur