মতলব দক্ষিণে আটটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এবং যৌথ বাহিনীর সমন্বয়ে ভেজাল বিরোধী অভিযানে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার ও মতলব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ আইন অনুযায়ী, মিষ্টির দোকানগুলোকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে গান্ধী ঘোষের দোকানের ২০ হাজার টাকা, ভাই ভাই নন্দ কেবিনের ১০ হাজার টাকা, ঘোষ কেবিন ৩০ হাজার টাকা, মুসলিম সুইটিস ৫ হাজার, দেলোয়ার হোটেল( দাদন ফরাজী) ৫ হাজার টাকা, পচা গোসত ফ্রিজে রাখার অপরাধে বাবুলের গোস্তের দোকানে ৫ হাজার টাকা এবং মুন্সীরহাট বাজারে আব্দুল হাই এর দোকানে ৩ হাজার টাকা ও গাজী ট্রেডার্সের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং-এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১৭ সেপ্টেম্বর ২০২৫