Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জরিমানা

মতলব দক্ষিণে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সারা দেশে করোনা প্রাদুর্ভাব ব্যপকহারে বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষনা করে সরকার।সরকারের নির্দেশ ও লকডাউন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মতলব বাজারের সততা ব্রেড এন্ড বেকারীকে ৫ হাজার টাকা এবং নাগদা,ধনারপাড়,দগরপুর বাজারের ৫ টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ এপ্রিল শনিবার উপজেলা প্রশাসন কর্তৃক দগরপুর বাজার,ধনারপাড় বাজার,নাগদা বাজার এবং মতলব বাজারের সততা বেকারিকে সরকারি আইন অমান্য করার দায়ে ও মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন, স্যানিটারী ইন্সপেক্টর জিএম খোরশেদ আলম, মতলব দক্ষিন থানার এস আই দেলোয়ার হোসেন ও সংঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।

প্রতিবেদকঃমাহফুজ মল্লিক,১৭ এপ্রিল ২০২১