চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় 6 বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ ফরিদ বাবুকে(৩২) কে গ্রেপ্তার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। সমগ্র দক্ষিণ উপজেলার বহরি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
গোপন অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মতলব দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গ্রেফতার হওয়া শেখ ফরিদ বাবু জিআর সাজা১১১/ ২০১০ মুলে ৬ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১০ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur