মতলব দক্ষিণ উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪টি ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এ ৪টি ইউনিয়নে ৬৯হাজার ২শত ৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
ইউনিয়নগুলোতে ভোট কেন্দ্রের সংখ্যা ৩৯টি, মোট বুথের সংখ্যা ২শত ১৮টি রয়েছে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। এছাড়া পুলিশ প্রশাসন ৩২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র রয়েছে। সেগুলো হলো নন্দীখোলা সিনিয়র ফাজিল মাদ্রাসা, কাচিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪১নং উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেয়ারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, নায়েরগাঁও উত্তর, আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুথের সংখ্যা ৪৫। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪হাজার ৪শত ৭৪জন। তন্মধ্যে পুরুষ ৭হাজার ১শত ৮৫জন, মহিলা ৭হাজার ২শত ৮৯জন।
২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্র রয়েছে। সেগুলো হলো নায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় (মহিলা), আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় ভবন, কালিয়াইশ সিনিয়র ফাযিল মাদ্রাসা, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খর্গপুর সিনিয়র মাদ্রাসা, ঘোড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুথের সংখ্যা ৫৯। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮হাজার ৫শত ৭৪জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৪ শত ৩৫ জন, মহিলা ৯ হাজার ১শত ৩৯ জন।
৫নং উপাদী উত্তর ইউনিয়নে ১১টি ভোট কেন্দ্র রয়েছে। সেগুলো হলো- আচলছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁও উচ্চ বিদ্যালয়, লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরী উচ্চ বিদ্যালয় (পুরুষ), বহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম পাশের ভবন (পুরুষ), ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পাশের ভবন (মহিলা), লেদু ফকিরের দরগা মাঠ, উপাদী শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুথের সংখ্যা ৬০। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯হাজার ৪শত ১৫জন। তার মধ্যে পুরুষ ৯হাজার ৮শত ৫০জন, মহিলা ৯হাজার ৫শত ৬৫জন।
৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র রয়েছে। সেগুলো হলো- উত্তর ঘোড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘোড়াদাধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপাদী দক্ষিণ ইউপি কমপ্লেক্স, মাস্টার বাজার, পূর্ব বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধলাইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটরাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, করবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুথের সংখ্যা ৫৪। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬হাজার ৭শত ৬৭জন। তন্মধ্যে পুরুষ ৮হাজার ৮শত ৪জন, মহিলা ৭হাজার ৯শত ৬৩জন।
পলাশ রায়, মতলব দক্ষিণ [/author]