উপজেলা সংবাদ

মতলব দক্ষিণে ৩শ’ ৩২ পিচ ইয়াবাসহ পাঠা শাহীন ও নারী সহযোগী আটক

‎Thursday, ‎16 ‎July, ‎2015  12:31:30 AM

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩৩২ পিচ ইয়াবাসহ মাদক স¤্রাট পাঠা শাহীন ও তার দু’সহযোগী আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।

মাদক সম্রাট পাঠা শাহীন (৪০) ও তার সহযোগী মানিক মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁয়ে গ্রামের বাসিন্দা। অন্য সহযোগী পুঁজি রাণী আশ্বীনপুর গ্রামের বাসিন্দা।

জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে মতলব দক্ষিণ উপলোর নায়ের গাঁও থেকে তাদেরকে আটক করা। এসময় আটককৃতদের কাছ থেকে ৩শ’ ৩২পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share