মতলব দক্ষিণে ২১ স্থানে পশুর হাট-বাজার জমে উঠতে শুরু করেছে

আগামী ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলা ও পৌরসভা সহ ২১টি গরু-ছাগলের হাট-বাজার জমে উঠতে শুরু করেছে।

মতলব পৌরসভার ৪টি বাজরের মধ্যে মুন্সীরহাট বাজার ও অস্থায়ী বাজার ঢাকিরগাঁও বালুর মাঠ, ধনারপাড় ও পৈলপাড়া।

উপজেলার ১৭টি বাজারের মধ্যে পিতামবর্দী গরুর বাজার, পেয়ারিখোলা গরুর বাজার, নাউজান চুন্নু মার্কেট গরু বাজার, ঘোণা উত্তর পাড়া খোলামাঠ গরুর বাজার, ঘোণা তুষপুর মায়ের দোয়া আদর্শ সুপার মার্কেট গরুর বাজার, আশ্বনপুর গরুর বাজার, শাহ্পুর মোড় গরুর বাজার, নায়েরগাঁও গরুর বাজার, পয়ালি গরুর বাজার, কাশিমপুর-জোড়পুল গরুর বাজার, কালিকাপুর আনন্দবাজার গুরুরবাজার, চিড়ায়ু-আড়ংবাজার গরুর বাজার, বহরী আড়ংবাজার গরুর বাজার, ডিঙাগাভাঙা গরুর বাজার, উপাদী গরুর বাজার, পিংড়া গরুর বাজার, মাষ্টার বাজার গরুর বাজার।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ সকল গরু-ছাগলের বাজারগুলো সরকারিভাবে ইজারা প্রদান করা হয়েছে। উপজেলা ও বাহিরের বিভিন্ন এলাকা থেকে ক্রেতার গরু কিনতে আসতে শুরু করেছে। এ সকল বাজার গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share