মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে ১৩ দিনেও মেলেনি উদ্ধার হওয়া মৃত নারীর পরিচয়

মতলব দক্ষিণে একটি ফসলী জমি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় ১৩ দিনেও মিলেনি। থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা হলেও নারীর পরিচয় না পাওয়ায় মামলার কার্যক্রমের অগ্রসর হতে পারছে না পুলিশ।

২০ জুন বিকেলে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহপুর গ্রামের মুন্সি বাড়ীর পাশের্^ একটি ফসলী জমি অর্থাৎ ঢেড়শ ক্ষেত থেকে অজ্ঞাত ঐ নারীর লাশ উদ্ধার করে মতলব দক্ষিণ থানা পুলিশ।

এ সময় নারীর পরনে কালো বোরকা, সেলোয়ার-কামিজ এবং গলায় ওড়না পেচানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর হবে বলেও ধারনা এলাকাবাসীর।

নারীটি মুসলিম পরিবারের। এলাকাবাসীর ধারনা অন্য কোনো এলাকার এ নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য ঢেরশ ক্ষেতে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোঃ উজ্জ্বল মিয়া বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন অজ্ঞাত নারীর ছবি সহ বিভিন্ন থানায় বার্তা প্রেরন করা হয়েছে। এ পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় পাওয়া গেলে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা সহজ হবে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Share