মতলব দক্ষিণে হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ হেলফ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে নিয়োগ বিধি সংশোধনসহ ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতি পালন করছেন।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।

 বাংলাদেশ হেলফ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. খোরশেদ আলমের সঞ্চালনায় কর্মবিরতিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাসিনা মমতাজ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, সদস্য মো. ইউসুফ, স্বাস্থ্য সহকারী মো. নয়ন সরকার প্রমুখ।

বক্তারা তাদের ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে সরকারের উদ্দেশ্য বলেন, দ্রুত সময়ের মধ্যে  দাবীগুলো মেনে নিন। অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্য আমাদের এ কর্মসূচি চলমান থাকবে।তাই ন্যায্য দাবীগুলো মেনে নিয়ে আমাদের কাজে ফেরানো সরকারেরই দায়িত্ব ।দাবীসমূহ বাস্তবায়িত হলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো সুদৃঢ় হবে বলে মনে করেন আন্দোলনকারী হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের কর্মীরা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৪ অক্টোবর ২০২৫