Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
স্বেচ্ছাসেবক

মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর আল বারাকা মডেল স্কুল সংলগ্ন বালুর মাঠে মতলব দক্ষিণ উপজেলার ৬ টি ইউনিয়নের সমন্বয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচীব নাসির মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান ফজলু,সদস্য আজহার মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়াজী,সদস্য আশিকুর রহমান বাবু, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব, ,খাদেরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জসিম, উপাদী উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব মৌলবী ও উপাদী উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল বকাউল।

এসময় অতিথিবৃন্দ বলেন,দলের দুঃসময়ে যাদের ত্যাগ ছিল এবং আছে এমন নেতারা কমিটিতে স্থান পাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মামলা, হামলা ও জেল খেটেও দলের বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন তাদেরকে প্রাধান্য দেয়া হবে।ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে যার রাজনীতি করেছে ওইসব সুবিধাবাধীরা কোন পদে যেন আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৮ সেপ্টেম্বর ২০২৫