মতলব দক্ষিণে স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা বুধবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ। সভা কক্ষে মতলব দক্ষিণ উপজেলার সভার শুরুতে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহকে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফি দিয়ে বরণ করে নেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের নিয়ে মাঠ পর্যায়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃপারভীন মালিহা (এস আই এম ও) চাঁদপুর,মেডিকেল অফিসার ডাঃবোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ রতন চন্দ্র দাস ( এম ও আই সিটি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ সভায় উপস্থিত সকলের বক্তব্য শুনেন এবং মাঠ পর্যায়ে কাজের খোঁজ খবর নেন অতপর সকলকে কাজের মান বৃদ্ধি ও আগত রোগীদের সেবার মান নিশ্চিত করতে দিক নির্দেশনা প্রদান করেন।

প্রতিবেদক: মাহফুল মল্লিক, ৫ এপ্রিল ২০২৩

Share