সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার( ১৫ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলায় সাড়ে ২৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৬ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার ১৯৩ টি কেন্দ্রে শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬ শ ৯৮ জন, তন্মোধ্যে খাওয়ানো হয়েছে ৩ হাজার ৬২৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৫৫ শিশু,তন্মোধ্যে খাওয়ানো হয়েছে ২৫ হাজার ৯৫২ শিশুকে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল৷ আবাসিক অফিসার ডাক্তার রাজিব কিশোর বণিক, এম.টি ইপি আই মোঃ নয়ন সরকার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।
এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ মার্চ ২০২৫