চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের চৌধুরী মার্কেটে “সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ” নামে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপার্সন গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক অধিকার কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণের স্বার্থে উক্ত সংগঠনটি ব্যাপক ভুমিকা রাখার বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান করেন। সাংবাদিকদের যেন মানুষ ভয় না পায়। সাংবাদিকদের সামনে সাহসের সাথে যেন মানুষ আসে তা নিশ্চিত করার আহ্বান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংগঠনের সদস্য ইকবাল হোসেন, শ্যামল চন্দ্র দাস, ডিএম আলাউদ্দিন, সায়েদুল আরেফিন শ্যামল, গোলাম হায়দার মোল্লা, জাহাঙ্গীর আলম প্রধান রেদোয়ান আহমেদ জাকির, মিজানুর রহমান প্রমুখ। পরে ফিতা কেটে অফিসের উদ্ধোধন করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৮ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur