Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সাংবাদিকদের

মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার নবাগত অফিসার ইনচার্জ রিপন বালা গত সোমবার সন্ধ্যায় থানা সার্ভিস ডেলিভারি কক্ষে মতলব দক্ষিণ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ।

সাংবাদিকদের সঠিক তথ্যের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন হয়। আমি চাই মতলবের সাংবাদিক বন্ধুরা দেশের বৃহৎ স্বার্থে তথ্যবহুল সংবাদ পরিবেশন করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে তথ্য দিয়ে সকল প্রকার সহযোগিতা করা হবে।

এসময় বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দৈনিক প্রথম আলোর মতলব প্রতিনিধ ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, গোলাম সারওয়ার সেলিম, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফজলে রাব্বি আমিন, গোলাম হায়দার মোল্লা, মাহফুজ মল্লিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, নারায়নপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাম্মেল প্রধান হাসিব, ক্রীড়া সম্পাদক আশরাফুল জাহান শাওলিন,প্রচার সম্পাদক সমীর ভট্টাচার্য বলু, সদস্য সফিকুল ইসলাম রিংকু,খোরশেদ আলম,সাংবাদিক জিএম কাদির,তাসকিন আহমেদ দীপু,তাওহীদ পাটোয়ারী মনির প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ সেপ্টেম্বর ২০২৩