মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়

মতলব দক্ষিণ উপজলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ (প্রতীক নৌকা) উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় মতলব পৌরসভার ঘোষপাড়ায় প্রার্থীর নিজ বাসায় এ মতবিনিময় করেন।এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বিএইচএম কবির আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেওয়ান মোঃ রেজাউল করিম।মতবিনিময় সভায় বিএইচএম কবির আহমেদ বক্তব্যের শুরুতে উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মতলবের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আগামী ২০ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে যেন নৌকার বিজয় হয় সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নোকার বিজয় হলে মতলব প্রেসক্লাবের ভবন নির্মানের ফলক উন্মোচন করবো আমি নিজ হাতে ইনশাল্লাহ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে, এর সন্মান আপনাদের কাছে।সাংবাদিকদের লেখনি, দোয়া ও সার্বিক সহযোগিতা পেলে আগামী ২০ অক্টোবর নৌকা মার্কার বিজয় নিয়ে আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ভাইয়কে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।

বিশিষ্ট মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান,মতলব প্রেসলক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর মতলব দক্ষণি প্রতিনিধি অধ্যাপক মোঃ জাকির হোসেন, উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি রোটা.গোলাম সারওয়ার সেলিম , সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস,চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিবেদক গোলাৃম হায়দার মোল্লা, ,মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, মাই টিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, কাউন্সলির রোটা. কিশোর কুমার ঘোষ, কমল পোদ্দার, লোকমান হোসেন বাবুল ও আনোয়ার সরকার,মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি আক্তারুজ্জামান,সাধারন সম্পাদক ফকজলে রাব্বি ইয়ামিন, দপ্তর সম্পাদক এমএ মান্না খানসহ মতলব দক্ষিন উপজেলার কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

স্টাফ করেসপন্ডেট,৫ অক্টোবর ২০২০

Share