চাঁদপুরের মতলব দক্ষিণে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে. এম. ইশমাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। এসময় তিনি বলেন,মতলব দক্ষিণ উপজেলায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি, যতোদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
উপজেলার সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো স্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন। সকলের সার্বিক সহযোগিতা এ উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করতে চাই। তিনি কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য লোকমান হাবীব,মোশারফ হোসেন তালুকদার, মোঃ আশরাফুল জাহান শাওলিন, সমীর ভট্টাচার্য্য বলু, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, শরীফ উল্লাহ টিটু, দীপু সরকার,গোলাম হায়দার মোল্লা, সফিকুল ইসলাম রিংকু, ইদ্রিছ খান, সাইফুল ইসলাম সবুজ, মো. মিজানুর রহমান, ইমরান নাজির, তাসকিন আহমেদ দিপু প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur