মতলব দক্ষিণে শেষ হয়েছে ভূমি মেলা, সেবা নিয়েছে অগনিত মানুষ

দেশব্যাপী চলা তিন দিনব্যাপী ভূমি মেলা সমাপ্ত হয়েছে। ২৫ মে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে মেলা শুরু হয়ে সোমবার (২৭ মে) মেলা শেষ হয়। সমাপনী দিনে মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, ই-নামজারিসহ মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবার আয়োজন রয়েছে। নির্ধারিত স্টলে গিয়ে ই-নামজারির আবেদনসহ সেবা প্রত্যাশিরা নানা ধরনের সেবা নিয়েছে গত তিন দিনে। এখানে কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হয় জমির খতিয়ান। পাওয়া গেছে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এছাড়া ভূমির বিভিন্ন ধরনের ডিজিটালাইজেশন নিয়ে সেবক গ্রহীতাদের অবহিত করা হয় মেলায়।

সোমবার বিকেল ৪ টায় তুমি অফিস কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ মে ২০২৫