মতলব দক্ষিণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নাটশাল মাদ্রাসা মাঠে পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি লিয়াকত আলী পাটওয়ারী, সহ সভাপতি মো. মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ, সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. শামছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধান, সহ প্রচার সম্পাদক মো. খলিল প্রধান, সমাজ কল্যাণ মো. আনোয়ার হোসেন, সহ সমাজ কল্যাণ মো. গিয়াসউদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার পাটওয়ারী, পাঠাগার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহ কৃষি সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন পাটওয়ারী, সম্মানিত সদস্য মো. কাউছার উল্ল্যাহ ও মো. ফারুক পাটওয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, পঞ্চগ্রাম সমাজ কল্যাণ সংঘ ১৯৯৭ সালে গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে (চিরায়ু, নাটশাল, মনিগাঁও, গাবুয়া ও চাপাতিয়া) এ পাচঁ গ্রামের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। মানবসেবায় এরই মধ্যে সংগঠনটি ২৬ বছর পেরিয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২০ জানুয়ারি ২০২৩

Share