চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
তিনি বলেন, খেলাধুলা নিয়ম শৃংখলা শেখায়। তোমাদের নিয়মের মধ্যে থাকতে হবে। এখন নিয়ম না শেখলে ভবিষ্যতে ও বাস্তব জীবনে শৃংখলা মেনে চলা কঠিন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়। তিনি আরো বলেন,কেউ মোবাইলের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়ায় আসক্ত হতে হবে। খেলাধুলা মাদকসহ নানা ধরনের অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। উপজেলা পর্যায়ে বিজয়ী হয়েছো,আমি চাই জেলা ও বিভাগীয় পর্যায়ে তোমারা বিজয়ী হবে। তোমরা বিজয়ী হলে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। উপজেলা পর্যায়ে ৫৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বেশীর ভাগ খেলাধুলায় কেএফটি কলেজিয়েট স্কুল বিজয় লাভ করেছে।এছাড়া মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করেছে।
আলোচনা শেষে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur