মতলব দক্ষিণে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষণা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৯ জানুয়ারি বাদ আসর মতলব হাই স্কুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকারের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর।

এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সহ- সভাপতি বাবুল ফরাজি, হানিফ পাটোয়ারী, দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ ঢালী, খোরশেদ বলম মন্টু,সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, মনির হোসেন বেপারি, ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী,যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়াজী,প্রবাসী কল্যাণ সম্পাদক বোরহান ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য মিরাজ মাহমুদ জিসান,পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, ছাত্রনেতা ওবায়েদ মিয়াজী,সাদ্দাম হোসেন,শাহাদাত হোসেন প্রমুখ।

পরে মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মনজুর আহমেদ ও মুয়াজ্জিন মাওলানা বিল্লাল হোসেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৯ জানুয়ারি ২০২৫