চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৩ জনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল ৭টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামের বাবুল পাটোয়ারীর ছেলে রাব্বি আলম কবরে পুষ্পস্তবক অর্পণ অর্পণ করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উপাধি দক্ষিণ ইউনিয়নের মধ্য পিংড়া গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে আব্দুর রহমান গাজী ও একই ইউনিয়নের পিংড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমানের কবরেও পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, সাংবাদিক মাহফুজ মল্লিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মতলবের প্রতিনিধি বৃন্দ।
উল্লেখ্য,২০২৪ সালে ছাত্রজনতা গণআন্দোলনে পল্টনে গুলিবিদ্ধ হয়ে রাব্বী আলম,যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিকট গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহমান গাজী ও নদ্দা আজিজ সড়ক কুড়িল বিশ্বরোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোঃ মিজানুর রহমান শহীদ হন। এছাড়া একই উপজেলার উত্তর উপাদী গ্রামের সৈকত চন্দ্র দে মাতুয়াইল মৃধা বাড়ী রোডে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur