চাঁদপরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামের এক ভুট্টা ক্ষেত থেকে আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ করে পুলিশ।
স্থানীয় মেম্বার জানান, বহরী থেকে মাস্টার বাজার যাওয়ার রাস্তার পাশে ভুট্টা ক্ষেতে মৃত ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। তাঁর বয়স আনুমানিক ৫০ হবে। তার পরনে লুঙ্গি ও হাফ হাতা গাঢ়ো নীল রঙের শার্ট রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি মো. কুতুবউদ্দিন জানান, আঘাতসহ মৃত ব্যাক্তির দু’টি হাতই ভাঙ্গা রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করছি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার রহস্য উদঘাটনের ব্যবস্থা নেবো।
পলাশ রায়, মতলব দক্ষিণ
|| আপডেট: ০৬:১২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur