Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে যাত্রী সেজে অটোচালককে কুপিয়ে হ-ত্যা, গ্রেফতার ৩
যাত্রী

মতলব দক্ষিণে যাত্রী সেজে অটোচালককে কুপিয়ে হ-ত্যা, গ্রেফতার ৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শাওন কাজী(১৬) নামক এক অটোরিকশা চালককে যাত্রী সেজে কতিপয় দুষ্কৃতকারী তাকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার( ৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হাসপাতাল, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন যুবক যুবক যাত্রী সেজে অটোবাইকে করে নারায়ণপুর পৌরসভার চাপাতলী-বাদামতলী সড়কের বাগিচাপুর এলাকায় নির্জন স্থানে নিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে ফেলে রেখে অটোবাইকটি নিয়ে যায়।পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর কার মৃত্যু হয়।

নিহত অটোরিকশা চালক শাওন একই উপজেলার উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির।পরে তিনি শাওনের পরিবারের বাড়ীতে যান এবং সান্তনা দিয়ে বলেন,এ হত্যাকারী কাউকেই ছাড় দেয়া হবে না। দোষী প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় অটোবাইক চালক শাওনের রোকসানা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শাওনের ভাই ইয়াছিন ও খালা ফাতেমা বেগম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, তার মুখমন্ডল ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

নিহত শাওনের মা রোকসানা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ছেলেডারে পরিকল্পনা কইরা ওরা মাইরালাইছে। ছেলেডা খুন অইল। এহন আমি কী লইয়া বাঁচুম? আমার সব শেষ। ছেলেই ছিল আমার সবকিছু।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, হত্যাকাণ্ডটি যেখানে সংঘটিত হয়েছে সেখান থেকে কিছু আলামত উদ্ধার কর হয়। সে আসলামতের সূত্র ধরে রাতে ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- মোঃ সাব্বির কাজী(১৯),আব্দুর রহমান সাইদ(১৯) ও হাসান প্রধান সোহাগ( ২৪)। এছাড়া একটা পিক-আপে বেঁধে অটোরিকশা নিয়ে যাচ্ছিল। আমরা সেটাও শনাক্ত করেছি। আমরা অচিরেই তাকেও আটক করতে সক্ষম হবো।

তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে এ ঘটনার সাথে জড়িত যেই হোক কাউকেই ছাড় দেয়া হবেনা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ সেপ্টেম্বর ২০২৫