Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদর সাথে মতবিনিময়
মৎস্য

মতলব দক্ষিণে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদর সাথে মতবিনিময়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজলা প্রশাসন ও সিনিয়র উপজলা মৎস্য অফিসর উদ্যাগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদর সাথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৩ জুলাই সকাল ১০টায় উপজলা মৎস্য অফিসে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেস ব্রিফিং করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হাসনসহ মতলব দক্ষিণ উপজলায় কর্মরত প্রিট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ২৩ জুলাই থক মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তন মাইকিং, পাস্টার, লিফলট বিতরণ, ২৪ জুলাই সড়ক র‌্যালি, মৎস্য পুরস্কার বিতরণ, মাছর পানা অবমুক্ত করণ, প্রামান্য চিত্র প্রদর্শন, ২৫ জুলাই প্রাÍিক পর্যায়র মৎস্য চাষীদর সাথ মতবিনিময়, ২৬ জুলাই অবধ জালর বিরুদ্ধ মাবাইল কার্ট পরিচালনা, ২৭ জুলাই উপজলার গুরুত্বপূর্ণ এলাকায় মাছ চাষ বিষয়ক পরামর্শ সভা প্রধান, ২৮ জুলাই সুফল ভাগীদর উপকরণ বিতরণ, ২৯ জুলাই মৎস্য সপ্তাহর মূল্যায়ন ও পুরস্কার বিতরণ। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম সারওয়ার সেলিম, শ্যামল চন্দ্র দাস, রোকনুজ্জামান রোকন, মাহফুজ মল্লিক, ফজলে রাব্বি ইয়ামিন, গোলাম হায়দার মোল্লা, রেদওয়ান আহমেদ জাকির,সমীর ভট্টাচার্য বলু প্রমুখ।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ২৩ জুলাই ২০২২