মতলব দক্ষিণে মৎস্য অফিসারের বিদায় সংবর্ধনা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ১৪ জুলাই দুপুরে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি আমজাদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, সংবর্ধিত অতিথি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান, উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আনোয়ারু ইসলাম। আলোচনা শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৪ জুলাই ২০২৫