Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণে মৎস্যজীবিদের উপকরণ বিতরণ
মতলব দক্ষিণে মৎস্যজীবিদের উপকরণ বিতরণ
মতলব দক্ষিণে মৎস্যজীবিদের মাঝে উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে মৎস্যজীবিদের উপকরণ বিতরণ

মতলব দক্ষিণ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্যজীবিদের নিয়ে বুধবার ২০ এপ্রিল আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০ জনকে জেলে পরিবারকে ৪ লাখ টাকার ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার রুমার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলার প্রকল্প পরিচালক মোঃ জাহিদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কায়সার জামিল, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুন মৃধা প্রমুখ।

পরে মৎস্যজীবি জেলেদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে মৎস্যজীবিদের উপকরণ বিতরণ

About The Author

পলাশ রায়, মতলব দক্ষিণ
: আপডেট ১:২৭ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ