মতলব দক্ষিণে মে দিবস পালিত

চাঁদপুরের মতলব পৌর শ্রমিকলীগের আয়োজনে  যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মে দিবস পালিত হয়েছে। মতলব পৌর আওয়ামী শ্রমিকদের সভাপতি আল মহসিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন সরকারের পরিচালনায় হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী  শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্ঠির চন্দ্র শীল,উপজেলা শৃরমিক লীগের দপ্তর সম্পাদক আবু সামা প্রধান  সদস্য, মোঃ সালাউদ্দিন প্রধান,সোহেল মিজী, , মতলব পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি  শামসুল হক প্রধান, তোফায়েল  সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল পাটোয়ারী,  আরিফ মোল্লা,  সাংগঠনিক সম্পাদক সেলিম পাটওয়ারী, অর্থ বিষয়ক সম্পাদক মিসির আলি সরকার, সদস্য শরীফ পাটোয়ারী, নৌকা  ঘাট শ্রমিক লীগের সভাপতি সবুজ ফরাজী,সাধারণ সম্পাদক হাসেম খান,সদস্য সিদ্দিকুর রহমান ফরাজী। 

বিশ্ব মে দিবস উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি  বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। মে দিবসের এবারে প্রতিপাদ্য বিষয় ছিল  মালিক শ্রমিক ঐক্য গড়ি,শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ঘরে তুলি।

এদিকে মে দিবসে  শ্রমিকদের কর্মসূচীতে উপস্থিত হয়ে সমর্থন জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান। 

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১ মে ২০২৩

Share