বুধবার ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস উদযাপিত হয়েছে। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্তবাংলা পাদদেশে বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্ত দিবস উপলক্ষ্যে আয়েজিত আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক সভাপতিত্বে ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ওই সভায় বক্তৃতা করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চাঁদপুর জেলার সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ সাঈদ, মতলব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আল আজাদ, উপজেলা আলীগের সহসভাপতি দেওয়ান মো: রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ফারুন বিন জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নূসরাত জাহান মিথেন, মুক্তিযোদ্ধা সন্তান আরিফুল ইসলাম শান্ত।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক