মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামের বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন (৭১) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ১৫ মে শুক্রবার বাদ জুম’আ বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ১৪ মে বৃহস্পতিবার রাত ৯টায় তার মোবারকদী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্য জণিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। নামাজে জানাজার পর মতলব থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) নূশরাত শারমিন, জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সাবেক সহকারি কমান্ডার মোঃ মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ, আঃ রাজ্জাক, সালামত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৫ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur