মতলব দক্ষিণে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

মতলব দক্ষিণ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।

সভায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায়, চুরি ও মাদক বিক্রি, সেবনসহ অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে গেছে বলে অভিযোগ উঠে আসে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের বক্তব্যে । এসব অপরাধ কর্মকান্ড দমন করতে পুলিশের পাশাপাশি সকলের আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মতামত দেয়া হয় এ সভায়।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, মতলব সরকাী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গনেশ ভৌমিক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শহীদ উল্লাহ প্রধান, জহিরুল মোস্তফা তালুকদার, আব্দুস সালাম মৃধা মামুন,কামরুজ্জামান মোল্লা,মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

Share