চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বিশ্ব পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণী গত ১৩ জুন সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফী, উপজেলা শিক্ষা অফিসার শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক। আলোচনা শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর সমাপণি অনুষ্ঠানের স্থিরচিত্র, বিশেষ ভালো লাগা ছিলো কোমলপ্রাণ শিশুদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় । এসময় বক্তারা বলেন, শুধু শারিরীক পুষ্টি নয়,মানসিক পুষ্টির কথাও ভাবতে হবে আমাদের।
সৃজনশীল ও স্মার্ট জাতি গঠনে সুষম পুষ্টি হবে শ্রেষ্ঠ বিনিয়োগ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৩ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur