Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা
মতলব দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা

মতলব দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা

বিশ্ব জনসংখ্যা দিবসে মতলব দক্ষিণে র‌্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’।

মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য নির্ভর করছে আমরা কিভাবে কিশোরীদের পিছনে সমর্থন ও বিনিয়োগ বজায় রাখতে পারি তার উপর। সরকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিয়ে রোধ এবং কিশোরী উন্নয়নে রাষ্ট্রীয় সহায়তা করে আসছে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক, আইসিডিডিআর’বির কর্মকর্তা ডা. কাইয়ূম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মো.লোকমান হোসেন প্রমুখ।

এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‌্যালী মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা পরিবার পরিকল্পার সকল পর্যায়ের মাঠকর্মী, সামাজিক গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি ও আলোচনা

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ

Leave a Reply