Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে বিএনপি নেতার সংবাদ সন্মেলন
বিএনপি

মতলব দক্ষিণে বিএনপি নেতার সংবাদ সন্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণের বিএনপির এক নেতার ছবি এডিট করে অপপ্রচার করার প্রতিবাদে সোমবার ( ২৫ আগস্ট) রাত সাড়ে দশটায় পয়ালী বাজারে সংবাদ সন্মেলন করছেন। তিনি হলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ২ নং সদস্য জিয়াউল মোস্তফা তালুকদার।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জিয়াউল মোস্তফা তালুকদার বলেন, আওয়ামী লীগের কোন এক সামাজিক প্রোগ্রামের ছবির সাথে আমার ছবি এডিট করে অপপ্রচার করছে একটি কুচক্রী মহল। এডিট করা ছবি নিয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির একজন বহিস্কৃত নেতা ও তার আত্বীয় স্বজনরা নানা ধরনের অপপ্রচার করে আসছে।তিনি আরো বলেন,গত ২২ আগস্ট শুক্রবার বিকেলে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠানে আমি আমার সদস্য নবায়ন করি। ওই অনুষ্ঠানের সভাপতি ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সরকার ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সী। আমার সদস্য নবায়ন এর বিষয়টি নিয়ে সাংবাদিক সন্মেলন করে
নানা ধরনের ষড়যন্ত্রমুলক, মিথ্যাচার ও অপপ্রচার করে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি আনোয়ার হোসেন ভুইয়া ও তার শ্যালক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বেপারী ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়াজী।

আনোয়ার হোসেন সরকারসহ অন্যান্যরা নিজেকে নারায়ণপুর পৌর বিএনপির সহ সভাপতি দাবী করে সাংবাদিক সম্মেলন করেছে ওই নামে কোন কমিটির নেই। সে নিজে এবং অন্যের প্ররোচনায় আমার বিরুদ্ধে অপপ্রচার করে বিএনপি সুনাম ক্ষুন্ন করায় আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকাউল,ইউনিয়ন কৃষক দলের প্রচার সম্পাদক আঃ সাত্তার মিয়াজী।নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওযুগ্ন সাধারণ সম্পাদক যুবদল কাউসার আহমেদ মিয়াজী,২ নং ওয়ার্ড কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বাশার প্রধান, মেজবাহ উদ্দিন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২৬ আগস্ট ২০২৫