মতলব দক্ষিণে বিএনপি নেতা শাহ গিয়াসসহ আটক ২

চাঁদপুরের মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ শাহ গিয়াস ও খাদেরগাঁও ইউনিয়ন যুবদল নেতা শিপনকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। থানার অফিসার রিপন বালা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।গত ৬ নভেম্বর রাতে মতলব বাজার এলাকা ও খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকা থেকে আটক জরা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন,নাশকা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

এর আগে গত ৩ নভেম্বর রাতে মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন মিয়াজীকে আটক করা হয়। পরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলা হযরতে প্রেরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ নভেম্বর ২০২৩

Share