মতলব দক্ষিণে বিএনপির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার শামীম আহমেদের উদ্দেশ্যে প্রনোদিত বক্তব্যের প্রতিবাদে জরুরি সাংবাদিক সম্মেলন করেন মতলব দক্ষিণ উপজেলা ও মতলন পৌর বিএনপি।১৪ নভেম্বর ( শুক্রবার) রাতে দলীয় কার্যালয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
তিনি বলেন, ১৪ নভেম্বর শুক্রবার মতলব দক্ষিণ উপজেলাধীন টিএনটি এলাকায় চাঁদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার শামীম আহমেদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে বিভ্রান্ত মুলক ভুল তথ্য উপস্থাপন করে যে বক্তব্য প্রদান করেন তা আদৌ সঠিক নয়।
তিনি বলেছেন,২০১৮ সালের পরে মতলব উত্তর ও মতলব দক্ষিণে কেউ আন্দোলন সংগ্রাম করে নাই এবং মতলবের মানুষের আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটেনি। এ প্রসঙ্গে এনামুল হক বাদল বলেন, ২০১৮ সাল নয়,আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির কেন্দ্র ঘোষিত সকল ধরনের কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন সাহেবের নির্দেশে মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করতে বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী হামলা মামলা সহ কারাবরণ করেন। সে সকল মামলার জামিনসহ কারাবরণকারী নেতাকর্মীদের পাশে ছিলেন বর্তমানে যাকে চাঁদপুর-২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন তিনি হলেন আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন।
এনামুল হক বাদল দৃঢ় চিত্তে আরো বলেন, বিএনপি’র মনোনীত প্রার্থীকে জড়িয়ে সরকার শামীম আহমেদ যে বক্তব্য উপস্থাপন করেছেন ওনার নিজেরই ২০২২ সাল পর্যন্ত মতলব উত্তর ও মতলব দক্ষিণ বিএনপির রাজনীতিতে অস্তিত্ব ছিল না। আবার তিনি বলছেন মনোনয়নের ক্ষেত্রে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ বক্তব্যের আলোকে এনামুল হক বাদল বলেন দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনে তৃণমূল বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের পাশে ছিলেন একজন ব্যক্তি তিনি হলেন আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন। বিএনপির ভাররপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,অধিকতর বিচার বিশ্লেষণ করে চাঁদপুর ২ আসনে ডঃ জালাল উদ্দিন সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এতে করে তৃণমূল বিএনপির সহ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শামীম আহমেদ ভূল ও অসত্য তথ্য প্রদান করে যে বক্তব্য দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির পক্ষ থেকে তার প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডঃ শোয়েব আহমেদ, , মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃজাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৫ নভেম্বর ২০২৫