শুরু হয়েছে ১৪৩২ বঙ্গাব্দ। নতুন বছরের প্রথম মাসের নাম বৈশাখ। আর বৈশাখের প্রথম এই দিনটিকে বর্ষবরণ উৎসব হিসেবে পালন করে থাকেন বাংলা ভাষাভাষীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ( ১৪ এপ্রিল) সোমবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় পালিত হয়েছে বর্ষবরণ উৎসব।
দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন প্লে কার্ড এবং , মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা শিল্পকর্মের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়। শোভাযাত্রার অংশ নেন মতলব সরকারি ডিগ্রী কলেজ,রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কেএফটি কলেজিয়েট স্কুল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব প্রি ক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। আনন্দ শোভাযাত্রা নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। তিনি বলেন, “নতুন বছরে আমরা আমাদের পেছনের দুঃখ ভুলে যেতে চাই। আমরা আমাদের ঐহিত্য টিকিয়ে রাখার অঙ্গীকার করছি। আমরা চাই, দূর হয়ে যাক সব অনাচার।” আরো বলেন, “এই দিনে আমাদের যত গ্লানি, যত দুঃখ, যত বিনোতা, যত অপূর্ণতা সব কিছু ধুয়ে মুছে নববর্ষের নতুন কিরনে নিজেদেরকে আলোকিত করব। আমাদের মধ্যে এই দিন যেন সুখ-সমৃদ্ধি বয়ে নিয়ে আসে, এমনটি প্রত্যাশা করি।” এসময় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী ও সাপ্তাহিক মতলব কন্ঠের নির্বাহী সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ।বর্ণাঢ় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা ভাত, সমুদ্রের টাটকা ভাজা মাছ,, বিভিন্ন আইটেমের ভর্তা ও শুকনো মরিচ দিয়ে বাঙালি খাবারের আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মতলব সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) অরুন চন্দ্র সরকার, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জিল আহমেদ , মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক কাজী মুহাম্মদ শাহ আলম, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধানসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং সামাজিক রাজনৈতিক সাংবাদিক ও সুধীজন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৪ এপ্রিল ২০২৫