মতলব দক্ষিণে ৬৮ বছর বয়সী বৃদ্ধ মহিলা নিখোঁজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামের জাহেদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধ মহিলা নিখোঁজ হয়েছে। সে উপজেলার ঢাকিরগাঁও গ্রামের মৃত শামসুল হক খোন্দকারের স্ত্রী। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়েছে। যার ডায়েরি নং ১৫২,তারিখ: ৪/১০/২৪।

ডায়রির মাধ্যমে জানা গেছে, গত ২ অক্টোবর সকাল আনুমানিক ৬টায় ঢাকিরগাঁও নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়।বহুস্থানে খোজাখুজি করেও না পেয়ে থানায় হারানো ডায়রি করা হয়। তার মানষিকভাবে অসুস্থ। কেউ ওনার সন্ধান পেয়ে থাকলে তার ছেলে মাসুদ খান এর মোবাইল( 01990047882) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ অক্টোবর ২০২৪

Share