Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা
মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা

মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭তম জন্ম বার্ষিকী উদযাপনকল্পে এক প্রস্তুতিমূলক সভা ৭ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদনী প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান, দেওয়ান রেজাউল করিম, কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্যাহ সায়েদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক প্রমুখ।

পরে বিকাল ৪টায় মহান স্বাধীনতা দিবস উদযাপনকল্পে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন এবং ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়। অপর দিকে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনকল্পে বেশ কয়েকটি উপকমিটি গঠনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

|| আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ০৭ মার্চ ২০১৬, সোমবার

এমআরআর