“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে এবার মতলব দক্ষিণে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার ( ২২ জানুয়ারি )সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাক্তণে এসে সমাপ্ত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার র্যালির নেতৃত্ব দেন । র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মো. সাখাওয়াত হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, জেলা আওয়ামীলীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার, মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ, নায়েরগাঁও উত্তর ইউ,পি চেয়ারম্যান মো.মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউ,পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, খাদেরগাঁও ইউ,পি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. এ,কে,এম মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান, মৎস্য কর্মকর্তা ফারহান আক্তার রুমা, নির্বাচন অফিসার আবু জাহের ভূঁঞা, রির্সোস ইনক্ট্রাকর রাশেদা আতিক রোজী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসের এ,জি,এম মো.মোসলেহ উদ্দিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সামাজিক,রাজনৈতিক,সাংবাদিক ও সুধিজন।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, অক্টোবর ২০১৭
এজি