উপজেলা সংবাদ

মতলব দক্ষিণে পুলিশের উপর হামলা : হাতকড়াসহ আসামীর পলায়ন

‎Tuesday, ‎19 ‎May, ‎2015   10:24:45 PM

সাইফুল ইসলাম রনি, মতলব দক্ষিণ (চাঁদপুর):

মতলব দক্ষিণের ৪ নং নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আদালতের ১৪৫ধারা নোটিশ জারি করতে গেলে প্রতিপক্ষের হামলায় মতলব দক্ষিণ থানার দু’পুলিশ আহত হয়। আহতরা হলেন থানার এসআই দীপক পাল ও কনস্টেবল দিলীপ কুমার নাথ।

জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মতলব দক্ষিণ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মামলার বাদী হাসনাত বকাউল ও বিবাদী হারুন খানকে ডেকে এনে বিজ্ঞ আদালতের দেওয়া ১৪৫ধারা নোটিশটি প্রদান করেন।

এ সময় বিবাদী হারুন খান নোটিশ পেয়ে উত্তেজিত হয়ে উঠলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করলে পুলিশের উপর হামলা করে দৌলতপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র হারুন খানসহ আরো লোকজন।

একপর্যায়ে হামলাকারীদের মধ্য থেকে পুলিশ আবু সায়েমকে আটক করে হাতকড়া পরালে কনস্ট্রেবল দিলীপ কুমার নাথকে আঘাত করে হাতকড়া নিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক বিষয়টি মতলব দক্ষিণ থানায় অবহিত করলে ঘটনাস্থলে আরো পুলিশের ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আহত এসআই দীপক পাল ও কনস্ট্রেবল দিলীপ কুমার নাথকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত এসাআই দীপক পাল চাঁদপুর টাইমসকে জানায়, ‘আদালতের নোটিশ উভয় পক্ষের মাঝে প্রদান করতে গেলে বিবাদী হারুন তার দলবল নিয়ে বাদীর উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের উপরও হামলা করে। এসময় আবু সায়েম নামে একজনকে আটক করলে সে হাতকড়া নিয়ে পালিয়ে যায়।’

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/ডিএইচ/এমআরআর-২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share