চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মতলব দক্ষিণ থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. রুহুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়কারি ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন প্রধান, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক আবুল খায়ের, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারি, খাদেরগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নজরুল ইসলাম ঢালী।
উপাদী দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জমির হোসেন পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার প্রমুখ।
সভায় পৌরসভা ও প্রত্যেক ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া প্রত্যেক ইউনিয়নে জনগনকে সম্পৃক্ত করে নতুন কমিটি গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়।
মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur