মতলব দক্ষিণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

তারুণ্যের উৎসব ঘিরে মতলব পৌরসভার উদ্যেগে বিশেষ পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়। ২৩ জানুয়ারি সকাল দশটায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করেন মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

বৃহস্পতিবার শহরের পশু হাসপাতালের পিছনে খাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরী, মতলব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ছাইফুর রহমান,সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১২০জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে শুরু হওয়া এ অভিযানে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনেনে গিয়ে শেষ হয়। এতে সামাজিক,রাজনৈতিক, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন জন অংশগ্রহণ করেন।

মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ জানুয়ারি ২০২৫