চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে ৭ ডিসেম্বর বুধবার ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুবিন সুজন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন উপজেলা অফিসার ডাক্তার বোরহান উদ্দীন প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সময় মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি। এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসকে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur