Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
জেলেদের

মতলব দক্ষিণে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। ২০২৪- ২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ( ১ম সংশোধন) এর আওতায় নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়। বকনা বাছুর বিতরণী অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মর্ৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক,রেদওয়ান আহমেদ জাকির, সাংবাদিক সমীর ভট্টাচার্য বলু প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ ডিসেম্বর ২০২৪