মতলব দক্ষিণে নারী দিবসে আলোচনা সভা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা,ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন -জেন্ডার বৈষম্য করবে নিরসন”। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস,মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।

মতলব প্রতিনিধি, ৮ মার্চ ২০২৩

Share